Type Here to Get Search Results !

ঋতু পরিবর্তনের মুখে বাড়ে জ্বর-সর্দির সমস্যা, পুজোর মধ্যে অসুস্থ হতে না চাইলে মানুন এই ৫ টিপস

 




Colds and flu are very common during weather changes. Moreover, seeing Tagore in puja will make you sweat. If you go out in the sun, there is nothing to say. Sip on cold drinks or ice cream in hot weather. It may cause sore throat, cough.





                           


পুজো যত কাছে এগিয়ে আসছে, একটু-একটু করে আবহাওয়াও পরিবর্তন হচ্ছে। সারাবেলা রোদের তেজ থাকলেও, ভোর রাতে থাকবে শিরশিরে ভাব। আবহাওয়া পরিবর্তনের মুখে জ্বর-সর্দি হওয়া খুব সাধারণ। তবে, আবহাওয়া পরিবর্তন না হলেও আপনি সর্দি-কাশির শিকার হতে পারেন। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ঘাম হবেই। রোদে বেরোলে তো আর কোনও কথাই নেই। গরমের মধ্যে চুমুক দেবেন ঠান্ডা পানীয় বা আইসক্রিমে। এতে আপনার গলা ব্যথা, কাশি শুরু হয়ে যেতে পারে। তাছাড়া ভিড়ের মধ্যে ভাইরাস সংক্রমণ এড়ানো খুব একটা সম্ভব নয়। কিন্তু নিজেকে জ্বর-সর্দির হাত থেকে রক্ষা করা সম্ভব। পুজোর মধ্যে কীভাবে নিজেকে রোগের হাত থেকে বাঁচাবেন, রইল টিপস                        

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.