ইউটেরাস বা জরায়ু মেয়েদের একটি গুরুত্বপূর্ণ অর্গান। কারণ এটি বাচ্চা ধারণ করে এবং এখান থেকে প্রতিমাসে পিরিয়ডের ব্লিডিং হয়। হিস্ট্রেকটমি অপারেশনের মাধ্যমে ইউটেরাস বা জরায়ু ফেলে দেওয়া হয়। ফলে এই অপারেশনের পর রোগীর খুব স্বাভাবিকভাবেই পিরিয়ড হবে না এবং গর্ভধারণ করতে পারবে না। কারো কারো ক্ষেত্রে এই অপারেশনের সময় ওভারি ও ফেলোপিয়ান টিউবও অপসারণ করা হয়। ইউটেরাস বা জরায়ু অপসারণ কেন করা হয়, নিশ্চয়ই জানতে চান? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।
কী কী কারণে এই অপারেশন করা দরকার হয়?
এই অপারেশন বিভিন্ন কারণে করা হয়, যেমন-
- ইউটেরাস (জরায়ু), সার্ভিক্স (জরায়ুমুখ) বা ওভারির যেকোনো ক্যান্সার
- এছাড়া বিনাইন (ক্যান্সার নয়) সমস্যার জন্যও ইউটেরাস ফেলা হয়, যেমন- ফাইব্রয়েড, এডিনোমাইসিস
- এন্ডোমেট্রিওসিস
- পিরিয়ডের সময় প্রচুর রক্তপাত, অনেক বেশি ব্যথা হলে
- জরায়ু নিচে নেমে আসা ইত্যাদি